২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অ্যাপলের নতুন চমক

অ্যাপলের নতুন চমক -

আইফোন ১৬ সিরিজের চারটি মডেলের আইফোনসহ অ্যাপল ওয়াচ ১০ সিরিজের স্মার্টঘড়ি ও নতুন এয়ারপডস আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। গত সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। নতুন আইফোনে উন্নত হার্ডওয়্যার, বর্ধিত এআই সক্ষমতা ও আরো কার্যকর ডিজাইনের ওপর জোর দিয়েছে অ্যাপল-
ষ আহমেদ ইফতেখার
নতুন আইফোন
অ্যাপল ইন্টেলিজেন্স এবং জেনারেটিভ এআইয়ের নিউরাল ইঞ্জিনসহ আইফোন ১৬ সিরিজের ঘোষণা এসেছে। আইফোন ১৬ ও ১৬ প্লাসে ডিএসএলআর ক্যামেরার মতো বাটন যুক্ত করা হয়েছে। এই বাটনের মাধ্যমে সহজেই ছবি তোলা ও ভিডিও করা যাবে। ৬ দশমিক ১ ইঞ্চি পর্দার আইফোন ১৬-এর দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৭৯৯ ডলার। আর ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ১৬ প্লাসের দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৮৯৯ ডলার। সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল এই পাঁচ রঙে পাওয়া যাবে আইফোন ১৬। আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের পর্দার আকার যথাক্রমে ৬ দশমিক ৩ ইঞ্চি ও ৬ দশমিক ৯ ইঞ্চি। আইফোন দু’টির দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৯৯৯ ডলার ও এক হাজার ১৯৯ ডলার।
নতুন এ-১৮ চিপ আইফোন ফিফটিনের এ-১৬ বায়োনিক চিপের তুলনায় আরো ভালো পারফরম্যান্স সরবরাহ করবে। অ্যাপল দাবি করছে, এ চিপের সাহায্যে একক কোরের ওপর নির্ভরশীল কাজ যেমন- অ্যাপ চালু করা বা বেসিক অপারেশন সম্পাদন করা অনেক দ্রুত সম্পন্ন হবে। মূলত এ-১৮ চিপের শক্তি আইফোন সিক্সটিনকে নতুন ধরনের স্মার্ট এআই ফিচার সরবরাহ করতে সক্ষম করে তোলে, যা পুরোনো মডেলগুলোয় ছিল না। ফলে ফোনটি আরো স্মার্ট ও জটিল ভিজ্যুয়াল কাজগুলো সহজে করতে পারবে। এ ছাড়া, বিশেষভাবে তৈরি করা ক্যামেরা কন্ট্রোল বাটনটি ডিসপ্লে ট্যাপ না করে, ভলিউম বাটন চাপ না দিয়ে ও রিমোট ট্রিগার ব্যবহার না করেই ছবি তুলতে বা ভিডিও রেকর্ড করতে সহায়ক। অ্যাপল বলছে, এটি ডিএসএলআর ক্যামেরার ক্যাপচার বাটনের মতোই কাজ করে। বাটন টিপলেই ক্যামেরা অ্যাপটি খুলবে ও হালকা প্রেস করলে ছবির বিষয়বস্তু বা সাবজেক্টের ওপর ফোকাস করবে। বাটনটি সম্পূর্ণ প্রেস করে ছবি তোলা যাবে ও এটিকে চেপে ধরে থাকলে ভিডিও রেকর্ডিং শুরু হবে।
অ্যাপল ওয়াচ
অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এর পর্দা এ যাবৎকালের অ্যাপল ঘড়ির মধ্যে সবচেয়ে বড়। আগের মডেলের তুলনায় ৩০ শতাংশ বড় হওয়ায় ঘড়ির পর্দায় সহজেই ইমেইল বা বার্তা পড়তে পারবেন ব্যবহারকারীরা। ওয়াইড অ্যাঙ্গেল, এলইডি ডিসপ্লেসহ এ ঘড়ির পর্দা ৪০ শতাংশ বেশি উজ্জ্বল। ওয়াচ সিরিজ ১০-এ রয়েছে বিল্টইন ডেপথ ও ওয়াটার টেম্পারেচার সেন্সর। ঘড়িটির দাম পড়বে ৩৯৯ ডলার।
এয়ারপডস
এইচ-৪ চিপসহ এয়ারপডস-৪-এর ঘোষণা এসেছে এ আয়োজন থেকে। ওপেন-ইয়ার ডিজাইনসহ এই এয়ারপডসে অডিওর মান আরো উন্নত হবে। ইউএসবিসি চার্জিং কেসযুক্ত এয়ারপডসে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) সুবিধা। সাধারণ সংস্করণের এয়ারপডস-৪-এর দাম পড়বে ১২৯ ডলার। আর এএনসি সুবিধাসহ এয়ারপডস-৪-এর দাম পড়বে ১৭৯ ডলার।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায়

সকল